জকিগঞ্জে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ৬:১৩:০২ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি:
দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে জকিগঞ্জ উপজেলা প্রশাসন ও সাবা সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সাবাসানাবিল হাফিজিয়া মাদ্রাসার সংলগ্ন মাঠে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) অর্নব দত্ত, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষন দাস, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সাংবাদিক জুবায়ের আহমদ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম বলেন, বাজারে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে এবং সিন্ডিকেট বন্ধ করতে ন্যায্যমূল্যে বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে। চাষীদের থেকে সরাসরি পণ্য ক্রয় করে ন্যায্যমূল্যে বিক্রয় করলে চাষীদের পাশাপাশি নিম্ন আয়ের মানুষ উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।