লিডিং ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার টক
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪, ৮:২৩:৫২ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার টক বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী ১ এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন করেন ব্র্যাক ব্যাংকের হেড অব হিউমেন রিসোর্সেস আক্তারুদ্দিন মাহমুদ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। বর্তমান যুব সমাজ সঠিক দিক নির্দেশনা পেলে এবং তরুণদের মেধাকে কাজে লাগানোর সুযোগ করে দিলে সমাজ ও দেশ উন্নতি লাভ করবে।
কি-নোট স্পীকারের বক্তব্যে ব্র্যাক ব্যাংকের হেড অব হিউমেন রিসোর্সেস আক্তারুদ্দিন মাহমুদ বলেন, শুধু পড়াশোনায় ভালো হলেই ক্যারিয়ারে সফল হওয়া যায় না। এজন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও সুন্দর ব্যবস্থাপনা। এসময় ব্র্যাক ব্যাংক সিলেট অঞ্চলের রিজিউনাল হেড রেজাউর রহমান উল্লেখ করেন ব্র্যাক ব্যাংকে সিলেটের বিভিন্ন শাখায় গত দুই বছরে ৩০ জনেরও বেশি লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী চাকরির সুযোগ পেয়েছেন এবং দক্ষতার সাথে কর্মরত আছেন।
এসময় টেলেন্ট অ্যাকিউজিশন এন্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যাসোসিয়েট ম্যানেজার রকিব মোস্তাক, ব্র্যাক ব্যাংক সিলেটের ক্লাস্টার হেড মো. সাফায়াত হুসেইন এবং বিয়ানিবাজার শাখার ম্যানেজার রইস উদ্দিন এবং সিলেট অঞ্চলের ইউনিভার্সেল অফিসার হিমাদ্রি পুরকায়স্থ উপস্থিত ছিলেন।
লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। ইংরেজি বিভাগের শিক্ষক উম্মে কুলসুম মিলির সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম.এস. রহমান পীর এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি