ওসমানীনগরে কামরুল ইসলামের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ৮:৪৪:৩৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরের শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসার গভর্নিং বডির সদ্য সাবেক সভাপতি মুফতি কামরুল ইসলাম চৌধুরী (৪৪) আর নেই। বৃহস্পতিবার বেলা পৌণে ২টার দিকে পশ্চিম তিলাপাড়া গ্রামে নিজ বাড়িতে শারিরীক অসুস্থতাজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাত ৯টায় তিলাপাড়া শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্থানীয় তাবলিগ জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা কমিউনিটি নেতা মাওলানা মুফতি আবদাল হোসেন চৌধুরী।