পাথর কোয়ারী খুলে দেয়ার দাবীতে গণসমাবেশ
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ৮:৫১:৪৬ অপরাহ্ন
যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন শাখার উদ্যোগে উৎমা, ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলংসহ সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উত্তর রণিখাই ইউনিয়ন চরারবাজারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব জমিয়ত সভাপতি সভাপতি মাওলানা হাবিবুর রহমান ও ছাত্র জমিয়ত বাংলাদেশ ইউনিয়ন শাখার সভাপতি ও আব্দুল্লাহ হুসাইন এর যৌথ সভাপতিত্বে এবং যুবনেতা মাওলানা আশরাফুল হাসান ও মাওলানা জুবায়ের আহমদ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল গণি, মাওলানা আব্দুন নুর, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইউনিয়ন জমিয়তের সহ সভাপতি মাওলানা রফিক আহমদ, মাওলানা দিলাওয়ার হোসাইন, মাওলানা হিফজুর রহমান, সাবেক ছাত্রনেতা মাওলানা আশরাফুল হাসান, যুব জমিয়ত উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রুহুল আমিন সিরাজী, মাওলানা সাদিকুর রহমান ও মাওলানা খলিল উল্লাহ। বিজ্ঞপ্তি