গোলাপগঞ্জে নেওয়াজ আলীর দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ৮:৪৩:৩৪ অপরাহ্ন
গোলাপগঞ্জ সংবাদদাতা: হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় সমাহিত হলেন গোলাপগঞ্জ সরকারি এম সি একাডেমীর দীর্ঘদিনের অফিস সহকারী নেওয়াজ আলী (৭৫)। শনিবার (৩০ নভেম্বর) বাদ জোহর সরকারি এম সি একাডেমীর প্রাঙ্গণে জানাজা শেষে ফুলবাড়ি বড় মোকাম কবরস্থানে তাকে দাফন করা হয়।
গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জামেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় জানাজা পূর্বে বক্তব্য রাখেন সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছামি চৌধুরী, সমাজসেবী রাদ আহমদ চৌধুরী পরিবারের পক্ষে মরহুমের পুত্র রুম্মান আহমদ।
জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, শাবিপ্রবির শিক্ষক প্রফেসর ড. শফিকুর রহমান চৌধুরী,যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটের সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিক, নায়েবে আমীরও সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, অবসরপ্রাপ্ত সরকারি অধ্যাপক আবুল কালাম আজাদ, শামীম আহমদ, প্রবীণ শিক্ষক এ এইচ এম শফি, মোঃ ফখর উদ্দিন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান কামরুল হাসান শাহান, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম প্রমুখ ।