নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের বার্ষিক আনন্দ উৎসব
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৬:০৭:২৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চায়ের রাজ্যে রাজধানী শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের বার্ষিক আনন্দ উৎসব।নোয়াপাড়া ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, ফাজিল মাদ্রাসা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সকল সদস্যদের পরিবারবর্গ নিয়ে এ উৎসব এর আয়োজন করে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার দিনব্যাপী আনন্দ উৎসবের সমাপনী অধিবেশন বিকালে শ্রীমঙ্গল উপজেলার ৮ নং কালিঘাট ইউনিয়ন অফিস মাঠে অনুষ্ঠিত হয়। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।
নোয়াপাড়া ইটাখোলা সিনিয়র ফাজিল মাদরাসার প্রভাষক হিমাংশু চন্দ্র দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল, মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার এস.এম জাকিরুল হাসান, শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন, সাবেক সহসভাপতি-১ ইসমাইল মাহমুদ, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হারুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সল প্রমুখ।