গোয়াইনঘাটে ১৫ কর্মচারীর বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৪, ৭:০৮:৩৩ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে বদলী ও অবসরজনিত কারণে ১৫ কর্মচারীর বিদায় সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়জুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দুপ্রক সচিব আব্দুল মালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শামীম আহমদ, বদরুল ইসলাম, বদরুল আলম, অজিউদ্দিন, আব্দুর রশিদ, আলাউদ্দিন, আশফাক আহমদ। সভায় উপস্থিত বিদায়ী অতিথি ছিলেন ইব্রাহিম খলিল, সেলিম আহমদ, স্বপন কুমার, মিন্টু চক্রবর্তী ও দেবাশীষ। পরে বিদায়ী অতিথিদের উপহার প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।