সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য আটক
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫, ৮:৩৩:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোার্টার : সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে কোটি টাকারও বেশি চোরাই পণ্য আটক করেছে বিজিবি। শনিবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, পান্থুমাই এলাকায় অভিযান চালায়। এসময় বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চিনি, কম্বল, গরু, বিয়ার, টারগেট ট্যাবলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, ও শিং মাছ জব্দ করে। পাশাপাশি চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত পিকআপ ও ট্রাক আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লক্ষ ৯৭ হাজার ৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশ অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।