বিভিন্ন বৃত্তি পরীক্ষা ও প্রতিযোগিতায় নুজাইফা হানিফের কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ১২:০১:২৬ অপরাহ্ন
নুজাইফা হানিফ-২০২৪ সালের ৫ম শ্রেণির বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় সবকটিতে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করে। সে কিউ.ই.সি একাডেমি, চট্টগ্রাম আয়োজিত অনলাইন মেধা অন্বেষণ-২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম স্থান, ইএসডি ফাউন্ডেশন, সিলেট কর্তৃক আয়োজিত ৯ম অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগীতায় প্রথম স্থান, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ, সিলেট আয়োজিত চতুর্দশ সার্ক মেধাবৃত্তি পরীক্ষায় ৫ম স্থান, স্টুডেন্ট ফাউন্ডেশন, সিলেট কর্তৃক আয়োজিত ১৭তম স্টুডেন্ট মেধাবৃত্তিতে এ গ্রেড, আশার কলি সমাজ কল্যাণ সংঘ আয়োজিত ২৪তম মেধাভিত্তিক প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ গ্রেডে প্রথম স্থান, কিশোর কন্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর আয়োজিত কিশোরকন্ঠ মেধাবৃত্তিতে ট্যালেন্টপুল, শামসুর রহমান ফাউন্ডেশন, সিলেট কর্তৃক আয়োজিত ২৬তম শামসুর রহমান স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম গ্রেডে বৃত্তি পেয়েছে।
এছাড়াও সে ২০২২ সালের শাপলা কাব এ্যাওয়ার্ড পরীক্ষায় অংশগ্রহণ করে শাপলা কাব এ্যাওয়ার্ড-২০২২ পদকের জন্য মনোনিত হয় (ফলাফল প্রকাশ- ০৩/১২/২০২৪), যে পদকটি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করে। সে কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব হানিফ আহমদ ও ঢাকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তানজিনা রহমান এর একমাত্র কন্যা। তার এই সাফল্যে তার মাতা-পিতা ও শিক্ষক-শিক্ষিকা খুবই খুশি। সে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর একজন নিয়মিত শিক্ষার্থী। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সবার কাছে দোয়াপ্রার্থী।