রেড ক্রিসেন্ট যুব ইউনিটের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৮:০০:০৩ অপরাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ইউনিট দক্ষিণ সুরমা সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার কলেজের অফিস সহায়কদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণিত বিভাগের সহকারি অধ্যাপক মতিউর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রাহেনা হক, অর্থনীতি বিভাগের সদ্য বিদায়ী সহকারী অধ্যাপক ও বিভাগের বিভাগীয় প্রধান রওনক জাহান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারি অধ্যাপক ছালমা ইয়াছমিন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পলাশ রঞ্জন দাস, ইরেজি বিভাগের বিভাগীয় প্রধান সুভাষ চন্দ্র সাহা, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জয়নুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ময়নুল হক, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা খানম। মো. আতাউর রহমান ভূঁঞা এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহারিয়ার খান, মতিলাল দাশ, শ্যামলী চক্রবর্তী, খালেদ আহমদ, শফিকুল ইসলাম, পলি সেনাপতি, সৈয়দা মোমেনা বেগম লিমু, আব্দুছ ছাত্তার প্রমূখ। বিজ্ঞপ্তি