শাবিপ্রবি শিবির সভাপতি তারেক মনোয়ার সেক্রেটারি মাসুদ রানা তুহিন
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৭:২৭:৪৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সদ্য গঠিত এক বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক মনোয়ার। সেক্রেটারি হিসেবে বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিনকে পুনরায় মনোনীত করা হয়েছে।
গত ৬ জানুয়ারি নগরীর একটি মিলনায়তনে ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার সদস্যদের অংশগ্রহণে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শাখা সভাপতির নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তারেক মনোয়ারকে কেন্দ্রীয় সভাপতি নবনির্বাচিত সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। এরপরে, নবনির্বাচিত সভাপতি সদস্যদের পরামর্শক্রমে মাসুদ রানা তুহিনকে সেক্রেটারি মনোনীত করেন।
নতুন সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘আবারও সদস্যদের প্রত্যক্ষ ভোটে আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। আমার দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং নৈতিকতা ও দক্ষতার উন্নয়নে কাজ করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘আমরা একটি হানাহানি-মুক্ত, সুস্থ-সুন্দর ক্যাম্পাস নিশ্চিত করতে চাই, যেখানে শিক্ষার্থীরা নিজেদের নিরাপদ মনে করবে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে চাই।’