জকিগঞ্জে আলোচিত ওসি আব্দুন নাসেরের বিরুদ্ধে হত্যা মামলা
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৭:০০:১৭ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি:
কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার ঘটনায় আলোচিত সেই ওসি মীর মোঃ আব্দুন নাসেরসহ ৩ জনকে আসামী করে মঙ্গলবার জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন নিহত আনোয়ার হোসেন মুন্নার মাতা রুবি বেগম। মামলার অপর দুই অভিযুক্ত হলেন, ৬নং সুলতানপুর ইউনিয়নের সাবেক সদস্য সুলতানপুর গ্রামের পংকি মিয়ার ছেলে তাজ উদ্দিন তাজন ও আলমনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে জামাল আহমদ। ২০২০ সালের ২ আগস্ট দুপুরে আনোয়ার হোসেন মুন্নাকে উঠিয়ে নিয়ে রাতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে নিহতের মা রুবি বেগম অভিযোগ করেন।
মামলায় রুবি বেগম অভিযোগ করেন, তার স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে আনোয়ার হোসেন মুন্না পরিবারের হাল ধরে। এক পর্যায়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী তাজ উদ্দিনের কু-পরামর্শে মাদক ব্যবসার বাহক হিসাবে জড়িয়ে পড়ে মুন্না। ২০২০ সালে এসে মাদক বহনের কাজ ছেড়ে দিতে চাইলে তার উপর ক্ষিপ্ত হয় মাদক ব্যবসায়ীরা। জকিগঞ্জ থানার ওসি ও মাদক ব্যবসায়ীরা তার ছেলেকে হত্যার পরিকল্পনা করে। ২০২০ সালের ২ আগস্ট দুপুরে মুন্নাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। ঐ দিন রাতে অজরপাড়া গ্রামে নিয়ে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয় মুন্নাকে।
জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাদীপক্ষের আইনজীবি কাওছার রশিদ বাহার জানান, জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান উক্ত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।