ইসলামী আন্দোলনের নগর সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ৯:১০:১৩ অপরাহ্ন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার দুপুর ২টায় নগরীর তালতলাস্থ একটি হোটেলে নগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগর সভাপতি মুহাম্মাদ মকবুল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকাওয়াত হোসাইন পাশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, নগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য আরিফুল ইসলাম শামীম, সিলেট জেলা সভাপতি আলবাবূল হক্ব চৌধুরী সহ জেলা ও নগর নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে যারা মনোনীত হয়েছেন সভাপতি সাব্বির আহমদ তপু, সহ-সভাপতি জাকাওয়াত হোসাইন পাশা, সাধারণ সম্পাদক তানভীর আহমদ। বিজ্ঞপ্তি