গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের শিক্ষাবৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ৯:১১:৪৯ অপরাহ্ন
রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে ট্রাস্টের কার্যালয়ে শিক্ষা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি গুলজার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য ফারহান মাসউদ আফছর এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি দেলোয়ার আহমদ শাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের কোষাধ্যক্ষ মোহাম্মদ ফখরুল ইসলাম, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক বিধান পাল, কাজল কান্তি দাস।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী রুহিন ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আমিনা ইসলাম লিপা ও ট্রাস্টের পাঠাগার সদস্য ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাওহীদ জামান রাফি। অনুষ্ঠানে প্রধান অতিথিকে শ্রদ্ধা জানিয়ে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী তাইবা জান্নাত। এসময় অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি