দেশের মানুষ রক্তের বিনিময়ে হাসিনাকে বিতাড়িত করেছে : জিল্লুর রহমান
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ৫:৫০:৫৫ অপরাহ্ন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেছেন, দীর্ঘ ১৫ বছরের টানা আন্দোলন সংগ্রামের পর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে হাজার হাজার প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা নিজেদের সাধ্যমত বহির্বিশ্বে দেশের পক্ষে জনমত গঠনের জন্য কাজ করলেও মুলত দেশের মানুষ রক্তের বিনিময়ে স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করেছে। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে।
বুধবার সিলেট এমএজি আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সাড়ে ১৫ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে বিমানবন্দরে দেয়া তাৎক্ষণিক সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, নাসিম হোসাইন ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমূখ।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে প্রবাসীদের অসামান্য ভূমিকা ছিল। আমাদের নেতাকর্মীরা দেশে আসতে পারেন নি। নির্যাতনের চূড়ান্তসীমা অতিক্রম হওয়ার পরও বিএনপির নেতাকর্মীরা মাঠ ছাড়েননি।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্তরাষ্ট্রে অবস্থানরত নেতাকর্মীরা জাতিসংঘ ও বহির্বিশ্বের মজলুম জনতার পক্ষে জনমত গঠন করেছেন। প্রবাসীরা জাতিসংঘের অধিবেশনসহ যেখানেই ফ্যাসিস্ট হাসিনা গেছে, সেখানেই তাকে প্রতিহত করেছেন। তাই এই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাজমুল হোসেন পুতুল, আমির হুসেন, সাদিকুর রহমান, আব্দুল কাদির সমছু, জসিম উদ্দিন, আজিজুর রহমান আজিজ, আল মামুন, শাকিল মুর্শেদ, আব্দুস সামাদ তুহেল, সাইফুর খাঁন হারুন, শাহ কামাল উদ্দিন, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, তোফায়েল সুহেল, মোতাহির হোসেন জুনেদ, আকবর আলী, পাবেল রহমান, আব্দুল হাশিম জাকারিয়া, সাহেদ আহমদ, হাসান আহমদ, শাহবাজ আহমেদ ও আব্দুল মোতাকাব্বির সাকি প্রমুখ। বিজ্ঞপ্তি