সাবেক জৈন্তা ছাত্রলীগ নেতা আটক
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ৯:০৯:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র্যাব-৯। বুধবার বন্দরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম মাসুক আহমেদ (৩১)। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার চাল্লাইন গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি মডেল থানায় নাশকতা মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল বলেন- বুধবারই তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।