সুনামগঞ্জের হত্যায় জড়িত দুজন সিলেটে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৯:২৮:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে হত্যাকান্ডে জড়িত দুই আসামীকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পৃথক সময়ে সিলেটের জালালাবাদ থানার তেমুখী পয়েন্টে এবং টুকেরবাজার শাহী ঈদগাহ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জের ছাতক থানার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী বেরাজপুর গ্রামের ছইফ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫) ও একই গ্রামের ময়না মিয়ার ছেলে তাজ উদ্দিন (৩৫)।
শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ।
র্যাব সূত্র জানায়, গত ১২ মে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দিঘলী বেরাজপুর এলাকায় বৈদ্যুতিক লাইনের সংযোগ নিয়ে বাদীপক্ষের সাথে আসামীদের ঝগড়া হয়। পরবর্তীতে গ্রামের মুরুব্বিরা বিষয়টি নিস্পত্তি করার শেষ পর্যায়ে আসামীদের সাথে বাদীপক্ষের কথা কাটাকাটি হওয়ার সময় আসামীরা ভিকটিম সোনাফর আলীকে কাঠের বর্গা এবং লাঠি দিয়ে এলোপাতারি আঘাত করলে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে নিহতের ছেলে বাদী হয়ে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনার আসামীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে র্যাব। এর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেফতারে সক্ষম হয়।