দোয়ারায় বিএনপির কর্মী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ৮:২১:৩০ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ বাংলাবাজার ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য দোয়ারাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট সালেহ আহমেদ, খোরশেদ আলম, খলিলুর রহমান, আমান উল্লাহ আমান, এইচ এম কামাল, ডা:এ আর খোকন, আব্দুল হক, তাইবুর রহমান, নুর আলী ইমরান, মনির উদ্দিন, ঢাকা রমনা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন হৃদয়, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, আব্দুল আজিজ, সাবেক যুগ্ম আহবায়ক জুবায়ের হোসেন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান মেম্বার, উপজেলা কৃষকদলের আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সাজিদুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন মেম্বার, মুখলেছুর রহমান, এম এ মোতালিব ভুইয়া, আব্দুল আহাদ, উস্তাদ আলী, ডা. জহিরুল ইসলাম, জমসেদ আলী, আনিসুর রহমান, শাহজাহান মিয়া, জাহাঙ্গীর আলম, কৃষকদলের আহবায়ক আব্দুল মালেক, যুবদল নেতা আব্দুল মনাফ, সুলতান আহমেদ ইমান হোসেন, উজায়ের হোসেন ফারুকসহ ইউনিয়ন বিএনপি পরিবারের নেতৃবৃন্দ।