দোয়ারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ৮:১৯:২৫ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পান্ডারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে দিনব্যাপী এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও এলাকায় আয়োজিত এই কর্মী শিক্ষা শিবিরে স্থানীয় নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরেরব সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুলতান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, ছাতক উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা একেএম ফরিদ উদ্দিন এবং উলামা বিভাগ পান্ডারগাঁও অঞ্চলের সভাপতি মাওলানা আবুল হক ও সহ সেক্রেটারি রিয়াদুল।
ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হাই বশিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দিলোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দসহ ওয়ার্ড দায়িত্বশীলগণ।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনাচারে আল্লাহভীতি, দায়িত্বশীলতা ও একাগ্রতা থাকা আবশ্যক। স্থানীয় পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হলে আদর্শিক শিক্ষার বিকল্প নেই। শেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।