ইসরায়েলের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে : খামেনি
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৫, ১:৫৫:৪৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইসরায়েলের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে’।
আজ শুক্রবার (১৩ জুন) এই তথ্য জানিয়েছে এএফপি ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খামেনি বলেন, “এই অপরাধের মাধ্যমে (ইসরায়েলের) জায়নবাদি শাসকরা নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক নিয়তি নিশ্চিত করেছে এবং নিশ্চিতভাবেই তাদেরকে ওই পরিণাম দেওয়া হবে।”
তেহরানসহ কয়েকটি শহরে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পর খামেনি তার বক্তব্যে বলেন, ‘জায়নবাদি শাসকদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে।
বক্তব্যের শুরুতে খামেনি বলেন, “মহান ইরান জাতির উদ্দেশে বলছি! জায়নবাদিরা তাদের অশুভ ও রক্তাক্ত হাত দিয়ে আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে অপরাধ করেছে এবং আবাসিক এলাকায় আঘাত করে তাদের দুর্বিনীত চরিত্র উন্মোচিত হয়েছে। জায়নবাদি শাসকদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। তাদের উচিত কড়া জবাবের অপেক্ষায় থাকা।”
খামেনি আরও বলেন, “এই হামলায় বেশ কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী নিহত হয়েছেন। তবে তাদের উত্তরসূরিরা অবিলম্বে তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোকে সামনে এগিয়ে নিতে দায়িত্বভার গ্রহণ করবেন।”