মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযানে বাংলাদেশীসহ ৯৯ জন আটক
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৬:১৫:১০ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) রোববার ছয়টি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে গ্রাহকসেবা প্রদানকারী মেয়ে (জিআরও) হিসেবে কাজ করার সন্দেহে মোট ৮৫ জন বিদেশী মহিলাকে আটক করেছে। এছাড়া আটক করা হয়েছে ১২ বাংলাদেশীসহ অন্তত ১৪ জন বিদেশি পুরুষ কর্মীকেও।
পাহাং জেআইএম পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানিয়েছেন, রাত ১টার দিকে কুয়ানতানের কাছে জালান গাম্বুতের কয়েকটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৯৯ জন বিদেশীর মধ্যে ৮১ জন থাই, বাংলাদেশী ১২, লাওটিয়ান ৪, ইয়েমেনী ১ এবং চীনা ১।
কুয়ালালামপুর, জোহর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের সহায়তায় পরিচালিত অপস গেগার অভিযানে মোট ৩৬৯ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নিতে আটককৃত সকল বিদেশীকে কেমায়ান ইমিগ্রেশন ডিটেনশন ডিপো বেরায় নিয়ে যাওয়া হয়েছে।
নুরসাফরিজা আরও জানান, অভিযানে কাগজপত্র পরীক্ষার সময় দেখা গেছে, আটককৃত সকলেই ওয়ার্ক পারমিটের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধ করেছেন।
দেশটির মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে বলছে, অভিবাসন বিভাগ আরও তদন্তের জন্য জড়িত বিনোদন কেন্দ্রের ছয় মালিক এবং তত্ত্বাবধায়ককে তলব করবে।