দোয়ারায় বিএনপির কর্মী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৭:৫০:১৬ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৩ টায় উপজেলার সুরমা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দোয়ারাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, খলিলুর রহমান, আমান উল্ল্যাহ আমান, আফিকুল ইসলাম, আব্দুল হক, নুর আলী ইমরান, মনির উদ্দিন, মিজানুর রহমান, ডা:এ আর খোকন, আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, আব্দুর রউফ, সাবেক সহসভাপতি ইকবাল হোসেন আকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান মেম্বার, উপজেলা কৃষক দলের আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাব উদ্দিন শিহাব, যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ, সদস্য সচিব সাজিদুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মালেক, মারাজ আলী, হযরত আলী, আব্দুস শহিদ, আবু হানিফা, ছাত্রদল নেতা ছালিম উদ্দিনসহ বিএনপি পরিবারের নেতৃবৃন্দ।