ভারতে হজযাত্রী বোঝাই বিমানে আগুন
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫, ৭:২৩:২৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ২৫০ জন হজযাত্রী নিয়ে ভারতের লখনৌতে অবতরণের সময় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যায়। যান্ত্রিক ত্রুটি থেকে ল্যান্ডিংয়ের পরই বিমানের বাঁ দিকের চাকায় স্ফুলিঙ্গসহ ধোঁয়া বের হতে শুরু করে। যদিও পাইলটের তৎপরতায় নিরাপদভাবে বিমানটি অবতরণে সক্ষম হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
ইন্ডিয়া টুডে জানায়, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি-৩১১২ স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে জেদ্দা থেকে রওনা দেয়। রোববার ভোর সাড়ে ৬টার দিকে বিমানটি লখনৌয়ের চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, অবতরণের ঠিক পরপরই বিমানের বাঁ দিকের চাকায় ধোঁয়া এবং আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। সঙ্গে সঙ্গে পাইলট বিপদ সংকেত পাঠান কন্ট্রোল রুমে। কোনো ঝুঁকি না নিয়ে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আনা হয় ট্যাক্সিওয়েতে।
তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় বিমানবন্দরের এমার্জেন্সি রেসপন্স টিম। ফোম ও জল ব্যবহার করে ২০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। এরপর একে একে বিমান থেকে নামিয়ে আনা হয় সব যাত্রী ও কর্মীদের। সৌভাগ্যবশত, কারো কোনো চোট লাগেনি।