সাবেক এমপি রতন ও ওসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৫, ৬:৪৫:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ২০১৮ সালে করা মিথ্যা ও গায়েবী মামলার হুকুমদাতা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তৎকালীন জামালগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ আবুল হাসেম, মামলার বাদী এএসআই তরিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল্লাহ আখন্দসহ কথিত স্বাক্ষীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর বারোটায় সুনামগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন বিএনপির ভুক্তভোগী নেতাকর্মীগণ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আরাফাত উল্লাহ’র সভাপতিত্বে এবং ভীমখালী ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও ৯ নং ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন এড. শাহিনুর রহমান শাহিন, আবুল কালাম, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল আখের, ভীমখালি ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, ভীমখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আফজাল হোসেন, যুবদল নেতা আজিজুর রহমান, ভীমখালি ইউনিয়ন বিএনপি নেতা হোসাইন আহমেদ ও প্রতিবন্ধী তেরা মিয়া প্রমুখ।
মানববন্ধনে এড. শাহিনুর রহমান শাহিন বলেন, মিথ্যা মামলা হচ্ছে মানবতাবিরোধী অপরাধ। আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ সাতটি বছর জেল-জুলুম নির্যাতন করেছে, হয়রানি করা হয়েছে। আমরা আইনী লড়াই করে মুক্তি পেয়েছি। কর্তৃপক্ষের নিকট আমরা এর সুষ্ঠু বিচার সহ ক্ষতিপূরণ দাবি করছি।