ইসরায়েলি হামলায় গাজায় ত্রাণ নিতে আসা ৫১ জন নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৫, ৮:২২:২১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: গাজার খান ইউনিস শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে জড়ো হওয়া জনতার ওপর ইসরায়েলি বাহিনী ড্রোন ও ট্যাংক হামলা চালিয়েছে। এতে অন্তত ৫১ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী প্রথমে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে ট্যাংক থেকে শেল ছোড়া হয়। এতে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় নাসের হাসপাতালে আহতদের উপচে পড়া ভিড় দেখা গেছে। হাসপাতালের মেঝেতে অনেককে শুয়েই চিকিৎসা দিতে হচ্ছে।
চিকিৎসকদের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ২০০-এর বেশি, যাদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা গুরুতর। আহতদের হাসপাতালে নেওয়া হয় স্থানীয়দের ব্যক্তিগত গাড়ি, রিকশা ও গাধার গাড়িতে করে।
মঙ্গলবার গাজার অন্য এলাকাতেও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ ও বিমান হামলা হয়, যাতে আরও অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ফলে ওই দিনের মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ায় কমপক্ষে ৬৫ জনে। গত তিন সপ্তাহে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এ ধরনের হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতিসংঘ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘অমানবিক’ বলে অভিহিত করেছে এবং গাজায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।