সুনামগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৬:৩৫:১৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এতে সভাপতিত্ব করেন।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন প্রমুখ।