জগন্নাথপুরে যুব প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৭:৩৪:৪২ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।
জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক রিয়াজ রহমান, হিফজুর রহমান জিয়া, তৈয়বুর রহমান, যুব প্রশিক্ষক সালেহ আহমদ, সামছুল ইসলাম ফেরদৌস. সংগঠনের পক্ষে আলী আকবর প্রমূখ।