সুনামগঞ্জে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৫, ৭:৪৭:২৪ অপরাহ্ন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, কসমেটিক্স এবং মেহেদী জব্দ করেছে ২৮ বিজিবি।
শুক্রবার দুপুর ১ টার দিকে ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১০/১০ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর নামক স্থান থেকে এসব পণ্য আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৬৯৫ প্যাকেট ওষুধ, ১৩৯ প্যাকেট কসমেটিক্স এবং ৩৬০ পিস মেহেদী। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৬৪ হাজার টাকা।
এ ব্যাপারে ২৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল একে জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ওষুধ, কসমেটিক্স ও মেহেদী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।