মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশীসহ আটক ৩৯
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৬:২৩:২৫ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় অবৈধ ই-বর্জ্য কারখানায় অভিযান চালিয়ে ২৭ বাংলাদেশীসহ ৩৯ জন অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার সেলাঙ্গরের পুলাউ ইন্দাহতে অবৈধভাবে ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) কারখানা থেকে তাদের আটক করা হয়।
রোববার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, অভিযানে মালয়েশিয়ান ইমিগ্রেশন সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা ও কর্মীদের একটি দল জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) সহযোগিতায় অংশ নিয়েছিল। তার মতে, দুই সপ্তাহ ধরে পরিচালিত জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। মোট ৪২ জনকে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৩৯ জন অবৈধ অভিবাসী এবং তিনজন স্থানীয় নাগরিক।
পরীক্ষার ফলস্বরূপ, ইমিগ্রেশন বিভাগ মোট ৩৯ জন বিদেশীকে আটক করেছে। যার মধ্যে চারজন পুরুষ এবং ১২ জন মহিলা চীনা নাগরিক এবং ২৭ জন বাংলাদেশী পুরুষ নাগরিক। যাদের বয়স ২৫ থেকে ৪৯ বছর।
জাকারিয়া বলেন, ইমিগ্রেশন রেগুলেশন অধীনে অপরাধে তাদের আটক করা হয়েছে। আরও তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার জন্য মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে তাদের রাখা হয়েছে।