ইউরোপে ২০২৪ এ প্রায় ৪৪ হাজার বাংলাদেশী আশ্রয় আবেদন করেছেন
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ১২:২০:৫৭ অপরাহ্ন
মো.কামরুল ইসলাম , ফ্রান্স থেকে:
ইউরোপে ২০২৪ সালে রেকর্ড সংখ্যক বাংলাদেশী আশ্রয়ের আবেদন করেছেন। এই সংখ্যা প্রায় ৪৪ হাজার। যা গত বছরের তুলনায় প্রায় ৭% বেশি। এর মধ্যে ইতালিতে সবোর্চ্ছ আবেদন করেছেন ৩৩ হাজার সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর এজাইলাম (EUAA) প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়। যা গত দশ বছরে সর্বোচ্চ ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে। ইইউএএ জানিয়েছে ,শুধু মাত্র ২০২৪ এর জুলাই থেকে ডিসেম্বরে আবেদন জমা পড়েছে ২০ হাজার ২৩৩টি।
পরিসংখ্যান থেকে জানা যায়, ২০২৪ এ ইউরোপী ইউনিয়নের মধ্যে ৪৩ হাজার ২৩৬টি আশ্রয় আবেদন জমা পড়েছে। এর মধ্যে ইতালিতেই ৩৩ হাজার ৪৫৫টি আর ফ্রান্সে আবেদন জমা পড়েছে ৬ হাজার ৪২৯টি।
এদিকে,গত ২০ জুন বিশ্ব রিফিউজি দিবস উপলক্ষে এক তথ্যে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে ২০২৪ সালে আশ্রয় চাওয়া বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছেন ইউরোপের দেশ ইটালিতে।জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে৷
ইইউএএ এর রিপোর্ট থেকে জানা যায়, গত ২০২৩ সালে ইইউ-তে আশ্রয় আবেদন পড়েছিল প্রায় ৪০ হাজার বাংলাদেশীর।
ইইউর পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে বাংলাদেশিদের জন্য ইতিবাচক স্বীকৃতির হার ছিল মাত্র ৩.৯%।
২০২৪ সালের শেষে, মোট ৪৭,৭৭৮ জন বাংলাদেশি আবেদন সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সিদ্ধান্তের অপেক্ষায় ছিল, যেখানে ১,৯৮৯ জন বাংলাদেশি ইতিমধ্যেই তাদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।