দারুল হেরা প্রাক্তন ছাত্র পরিষদের নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৬:৩২:১৪ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজারে দারুল হেরা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
মঙ্গলবার দারুল হেরা মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি মাওলানা এম.কে.এম. ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত সুপার মাওলানা রফিকুল ইসলাম, দোয়ারাবাজার প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, প্রবাসী শিক্ষানুরাগী আবতার রহমান ইকবাল, বশির আহমেদ ও আলী আহমেদ মাসুদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম মোশাররফ, কার্যকরী সদস্য আব্দুল হাই বশির, জায়েদ আহমদ, মাহবুবুর রহমান রুকন ও ইকরামুল হল মাজেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উপস্থিত এতিম ও সুবিধাবঞ্চিতদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।