জগন্নাথপুরে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৭:৩৭:০৪ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হলরুমে ‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ।
কৃষি অফিসের সহকারী কর্মকর্তা তপন চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন তাজ উদ্দিন আহমদ, মো.শাহজাহান মিয়া, শাহ ফুজায়েল আহমদ, জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন নারী ইউপি সদস্য ছফেদা চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল কাদির, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন আংগুর মিয়া, আশরাফ উদ্দিন, শরীফ উদ্দিন, জাকির হোসেন, মান্নান মিয়া, মুজিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের মোয়াজিন আলফাত হোসেন ও গীতাপাঠ করেন কৃষি অফিসের সহকারী উজ্জল দেবনাথ।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রারণ কর্মকর্তা রাজন আকন্দ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।