সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৬:৩৯:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে জেলা কালেক্টরেট এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা (এডিম) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোহাইমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সুনামগঞ্চ বায়ডাইভারসিটি অফিসার মাহমুদুল হক খান, মধুপুর মানবসেবা পরিষদের সভাপতি নেজামুল ইসলাম প্রমুখ।