মালয়েশিয়ায় ৩ এনফোর্সমেন্ট অফিসারসহ আটক ৫
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৭:৫৪:৫৭ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
আরটিকে প্রোগ্রামের অধীনে অবৈধ বিদেশী কর্মী নিবন্ধনে সহায়তা এবং প্ররোচনার অভিযোগে ৩ এনফোর্সমেন্ট অফিসারসহ ৫ জনকে আটক করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। ২০ থেকে ৪০ বছর বয়সী আটক এই পাঁচজনের মধ্যে তিনজন এনফোর্সমেন্ট অফিসার, একজন কোম্পানি ম্যানেজার এবং একজন বিদেশী নাগরিক রয়েছেন।
সূত্রমতে, পুত্রজায়া এবং কেলানটান রাজ্যের আশেপাশে সোমবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২.৩০ টা পর্যন্ত পরিচালিত অভিযানে সন্দেহভাজন তিন পুরুষ এবং দুই মহিলাকে আটক করা হয়েছে। আটকরা ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে এই কাজটি করেছে বলে মনে করা হচ্ছে। কমিশনের প্রাথমিক তদন্তে তিনজন এনফোর্সমেন্ট অফিসার বিদেশী কর্মী নিবন্ধনের আবেদনের জন্য প্রায় ৫০ থেকে ৬০ হাজার রিঙ্গিত ঘুষ নিয়েছেন। আটকদের নেওয়া হয়েছে রিমান্ডে।
মঙ্গলবার সকালে কেলানটানের কোটা বাহরু ম্যাজিস্ট্রেট আদালতে এমএসিসি কর্তৃক আবেদনের পর ম্যাজিস্ট্রেট আমিন রশিদি রামলি আটকদের বিরুদ্ধে ৩০ জুন পর্যন্ত সাত দিনের রিমান্ড আদেশ জারি করেছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত আরটিকে প্রোগ্রাম চলাকালীন সময়ে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার নামে দেশি-বিদেশি এজেন্ট অভিবাসীদের সাথে প্রতারণা করেছেন তাদের খোঁজে বের করে আনতে মাঠে কাজ করছে এমএসিসি। প্রতারকদের নিয়ে আসা হবে আইনের আওতায়।