সুনামগঞ্জে ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৮:১৮:১৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার দিনব্যাপী সুনামগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন হাটবাজারে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল দিনব্যাপী সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী বাজার ও সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন, কাঠইর ইউনিয়ন এবং মোহনপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। তিনি জনগণের সঙ্গে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।