টাংগুয়ায় ৫ পর্যটকের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৬:২১:৪৯ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করার দায়ে ৫ পর্যটককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।
দণ্ডিতরা হলেন-আহমেদ মাহফুজ, আনাফ রাজিন, তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত ও নাসির হোসাইন। তারা সবাই শিক্ষার্থী বলে জানা গেছে। বুধবার রাতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বাজারের নৌকাঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, মধ্যনগর বাজারের নৌকাঘাট এলাকায় টাংগুয়ার হাওরে আসা ৫ পর্যটক গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছে- এমন অভিযোগ শুনে নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ মাদক সেবনকারীকে আটক করা হয়। পরে ঘটনার সত্যতাও পাওয়া যায়। পরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে আটক ৫ জন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন টাংগুয়ার হাওরে আসা পর্যটককে নিয়মনীতি মেনে চলতে হবে।