জগন্নাথপুরে এইচএসসিতে প্রথম দিনে অনুপস্থিত ২৪
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৭:৩২:৫৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এইচএসসি ও সমমান আলিম পরীক্ষার প্রথম দিনেই ২৪ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলার ৬টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ১৩৯৬ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও প্রথম দিনেই ১৬ জন অনুপস্থিত রয়েছেন। এছাড়া উপজেলার ৭টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ২৩৯ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও প্রথম দিনেই ৮ জন অনুপস্থিত রয়েছেন। ৩টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে পরীক্ষা চলছে। জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র তা নিশ্চিত করেছেন।