প্রবাসীদের ভোটাধিকার চেয়ে সিইসি ও সচিবদের আইনি নোটিশ
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৬:৪৯:৫৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারসহ চার সচিবের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে এক মাসের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ সাইফ উদ্দিনসহ ২০ জনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই নোটিশ পাঠান। নোটিশটি পাঠানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে।
নোটিশে বলা হয়, বিশ্বের ১২৬টি দেশ তাদের প্রবাসে অবস্থানরত নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করেছে। বাংলাদেশের প্রবাসী নাগরিক সংখ্যা প্রায় দেড় কোটি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। বর্তমানে প্রায় ১৭৬টি দেশে বাংলাদেশিরা অবস্থান করছেন।
নোটিশে আরও বলা হয়, ‘‘রেমিট্যান্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম। ভোটাধিকার নাগরিকের রাজনৈতিক অধিকার এবং এটি সংবিধানস্বীকৃত। একজন নাগরিকের অবস্থানের সাময়িক পরিবর্তন তার এই সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করতে পারে না।’’
এ বিষয়ে সময়মতো পদক্ষেপ না নেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।