সুনামগঞ্জে ৫৫ লাখ টাকার ভারতীয় ফুসকার চালান আটক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ৭:১৯:০৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ সীমান্তে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ জুন) ভোর ৫টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া এলাকা থেকে এই ফুসকার চালানটি আটক করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা গেছে, চিনাকান্দি বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২১১/এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক জব্দ করে। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ৬,১৫৬ কেজি ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৫৫ লাখ ৩৯ হাজার টাকা।
এ বিষয়ে ২৮ বিজিবির অধিনায়ক লে, কর্নেল এ, কে এম জাকারিয়া কাদির বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।”
আটককৃত ট্রাক ও ফুসকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।