টাঙ্গুয়ার হাওরকে ধ্বংস করে পর্যটন নয় : সুনামগঞ্জে ডিজি হাবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ৭:২৪:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
হাওর ও জলাভুমি অধিদপ্তরের মহা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সুনামগঞ্জ হাওরবেষ্টিত এলাকা, এটা নিয়ে গর্ব করার বিষয়। ইদানিং টাঙ্গুয়ার হাওরে পরিবেশ দুষণ হচ্ছে, এখনি এটি নিয়ে ভাবতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। হাওরের মাছ, পাখি, কৃষি বাঁচিয়ে রাখতে হবে। হাওর ও জলাভূমি উন্নয়ন বিষয়ে গৃহিত ও গৃহিতব্য কার্যক্রম সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা টাঙ্গুয়ার হাওর ঘুরেছি। নানা মানুষের সাথে কথা বলেছি। হাউসবোট দেখেছি। আইডিয়া পেয়েছি। হাউসবোটে শব্দ দুষণ হচ্ছে, পাখি কমে গেছে, আগের মত মাছ নেই। প্লাস্টিক বর্জ্য হাওরে ফেলা হচ্ছে যা আগামীতে কৃষিতে প্রভাব পড়বে। জীববৈচিত্র্য রক্ষায় এখনি সজাগ হতে হবে। হাওর ক্ষতি করে, পরিবেশ ধ্বংস করে পর্যটন নয়। হাওরের পরিবেশ ঠিক রেখে পর্যটকরা যেতে পারবেন। এ জন্য জেলা প্রশাসন থেকে কোথায় হাউসবোট রাখা হবে স্থান নির্ধারণ করে দেয়া হবে। চেকিং পোষ্ট বসানো হবে, যাতে প্লাস্টিক হাওরে নিতে না পারে। পর্যটকদের ডাটা সংরক্ষণ করা হবে। কতজন পর্যটক ও কতটা নৌকা হাওরে ঢুকবে নীতিমালা ঠিক করা হবে।
জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়জুল ইসলাম। অংশীজনদের মধ্যে মতামত তুলে ধরেন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, হাউসবোট মালিক, ওয়ালী উল আলিম, মাশুকুর রহমান। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, বেলার নেটওয়ার্ক সদস্য জসীমউদ্দিন, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন শুভ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, হাওর বাঁচাও আন্দোলনের নেতা শহীদ নুর।