বড়লেখায় ১০ জনকে পুশইন
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৫, ৮:২৮:১৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো আরও ১০ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি নিউ পাল্লাথল বিওপি। শনিবার ভোরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাতামোড়াল নামক দুর্গম এলাকা থেকে বিজিবির টহল বাহিনী তাদের আটক করেছে।
আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। পরিচয় শনাক্তের পর শনিবার সন্ধ্যায় বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।
বিজিবি জানিয়েছে, আটককৃতরা বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমণ করেছিল। তারা সাতক্ষিরা, খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের দেওয়া তথ্য যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, বিএসএফের পুশইনকৃত ১০ ব্যক্তিকে বিজিবি থানায় সোপর্দ করেছে। এদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। স্বজনরা আসলে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।