তুষারপাতে স্থবির লন্ডনের জীবনযাত্রা
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২২, ৭:১৪:১৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বৈরি আবহাওয়া ও প্রচণ্ড তুষারপাতের কারণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। তুষারে ঢাকা পড়েছে লন্ডনের রাস্তাঘাট। কয়েকটি বিমানবন্দরে বিভিন্ন রুটের ৭০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তুষারপাত ও ভারি কুয়াশার কারণে স্টানস্টেড, হিথ্রো, গ্যাটউইক ও সাউথেন্ড এয়ারপোর্টে ফ্লাইট উঠানামায় বিলম্বিত করা হচ্ছে। মধ্যরাত থেকেই লন্ডনে ব্যাপক তুষারপাত হচ্ছে। শ্বেতশুভ্র লন্ডনের বিভিন্ন অঞ্চলে তুষারসকাল উদযাপন করতে ছোট্ট সন্তানদের নিয়ে রাস্তায় নেমে এসেছেন অনেকে। পুরো লন্ডন যেন সেজেছে হোয়াইট ক্রিসমাস ডেকোরেশনে।
লন্ডন সময় সোমবার সকাল পর্যন্ত স্কটল্যান্ড, লন্ডন ও দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য হলুদ আবহাওয়ার সতর্কতা রয়েছে, যা অব্যাহত থাকবে আরো দুদিন।
এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে ট্রেন চলাচলও বিঘ্ন হচ্ছে। বেশ কয়েকটি সড়কে দুর্ঘটনার পর চালকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
স্ট্যানস্টেড বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত তুষারপাতের কারণে একমাত্র রানওয়েটি বন্ধ রাখা হয়েছে। তাই সব ফ্লাইট স্থগিত করা হয়।
সংশ্লিষ্ট একজন মুখপাত্র জানান, বিমানগুলোকে ডি-আইসিং করার কারণে ফ্লাইটগুলো সাময়িক স্থগিত বা বিলম্ব করা হয়। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের তাদের ফ্লাইটের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
জেমস লাভ নামে এক যাত্রী বলেন, তিনি স্ট্যানস্টেডে লোগান এয়ারের একটি ফ্লাইটে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। অনেকক্ষণ অপেক্ষার পরও ফ্লাইটটি টেক অফ করতে পারেনি।
এদিকে লন্ডনের লিবারপোল স্ট্রিট, ভিক্টোরিয়া, কিংক্রস ও ইস্টন স্টেশন থেকে আন্তঃনগন ট্রেনসমূহের যাত্রা বিলম্বিত হচ্ছে। মটরওয়েগুলোতে অধিক সতর্কতা জারি করা হচ্ছে। মটরওয়েসহ বিভিন্ন রাস্তায় দুর্ঘটনা এড়াতে গ্রিড ছিটানো হচ্ছে।