দক্ষিণ সুরমায় ব্যারিস্টার সালামের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৮:৩৪:৩০ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, গত ১৬ বছর বাকশালের উত্তরসূরী প্রেতাত্মা পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ধুলিস্যাত হয়ে গেছে দেশের সমস্ত অর্জন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই অবস্থা থেকে দেশকে উত্তরণ করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।
বুধবার দক্ষিণ সুরমার রায়বান গ্রামে সিলেট-৩ আসনের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও শুভান্যুধায়ীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, চাকসুর সাবেক ভিপি মামুনুর রশীদ মামুনসহ সিলেট জেলা ও মহানগর এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি