চট্টগ্রামে নিহত আইনজীবী আলিফ স্মরণে সিলেটে গায়েবানা জানাযা
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৯:৩৭:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফের (৩৫) গায়েবানা জানাজা সিলেটেও অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর নগরীর চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে উক্ত জানাজা অনুষ্ঠি হয়।
জানাজায় ছাত্রদের মধ্যে ইমামতি করেন নুরুল ইসলাম। জানাজা শেষে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর জিন্দাবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে ফের শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক আবু সাঈদ, দিলোয়ার হোসেন, আখতার হোসেন ও মো. নাসিম আহমদ। এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।