গোয়াইনঘাটে খেয়াঘাটের সীমানা নির্ধারণের আবেদন
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৫:৩৩:২৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাট উপজেলা সদরের গোয়াইন নদী খেয়াঘাটে যাত্রী উঠানামার স্থানটি সংকীর্ণ হওয়ায় সীমানা নির্ধারণের আবেদন করেছেন এলাকাবাসী। ইউএনও বরাবরে গত ২৮ অক্টোবর এলাকাবাসীর দেয়া আবেদনে উল্লেখ করা হয়, জেলা পরিষদের ইজারাকৃত গোয়াইনঘাট খেয়াঘাটে নৌকা লাগানো, যাত্রী উঠানামা ও চলাচলের সুবিধার্থে জেএল নং ১২১ মৌজা গোয়াইন এর বিএস খতিয়ান ১ বিএস দাগ ১০১৭ এ ২০ শতক ও ১১৪ দাগে ২ শতক মোট ২২ শতক জমি রেকর্ডে থাকলেও বর্তমানে সংকীর্ণ করা হয়েছে। বর্ষা মওসুমে নৌকা ঘাটে ভিড়তে বাধাগ্রস্ত হয়। এছাড়া রাস্তঘাট পানিতে তলিয়ে গেলে ঐ ঘাট থেকে প্রশাসনসহ, জনসাধারণকে নৌকাযোগে লাফনাউট পর্যন্ত চলাচল করতে হয়। নৌকা ভিড়তে না পারায় বাকবিতন্ডা সৃষ্টি হয়। এলাকাবাসী ডাকঘরের পূর্বে গুরুত্বপূর্ণ স্থানে খেয়াঘাটের সীমানা নির্ধারণ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।