বিএমবিএফ’র চিত্রাংকন প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৮:০৭:৫৬ অপরাহ্ন
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলা শাখার যৌথ উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় সহ সভাপতি এম এ হান্নান, লালদিঘীরপার হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, সংগঠনের সহ সভাপতি সাংবাদিক এম এ মতিন, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, মহিলা সম্পাদিক শিরিন চৌধুরী, সাহেদা বেগম, আফরোজ তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি