কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযান
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৮:৪১:৩২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ১০ নাম্বার পর্যটন ঘাট, কাস্টমস ঘাট, ধলাই ব্রিজের নিচ ও কলাবাড়ী ঘাট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ শুক্রবার দুপুর ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভোলাগঞ্জ ১০ নাম্বার পর্যটন ঘাট, কাস্টমস ঘাট, ধলাই ব্রিজের নিচ, কলাবাড়ি ঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৭টি মামলায় ৩ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদ- এবং ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এ সময় ৫৬টি বারকি নৌকা, ১১টি ইঞ্জিন চালিত বড় নৌকা বিনষ্ট করা হয় এবং ট্রাকে করে বালু পরিবহন এর জন্য সাময়িকভাবে নির্মিত একটি ঘাট নষ্ট করা হয়। তখন পরিবেশ সংরক্ষণ আইনে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ বলেন অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।