জুমআর ওয়াজে যুবলীগ নেতার বাধা
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ৭:৫৫:২৫ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার কলেজ রোড মসজিদে রাষ্ট্রীয় নির্দেশে জুমার নামাজে ধর্মীয় উগ্রবাদ বিরোধী সচেতনতায় আলোচনা করার সময় ব্যবসায়ী ও যুবলীগ নেতার বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেছে সেই মসজিদের ইমাম ও খতিব মশাহিদ আহমদ। এ সময় ইমামের পক্ষ নেয়ায় একজন প্রবাসীর সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন ঐ ব্যবসায়ী। শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমআ বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন কলেজ রোডের জিম্মি হোটেল এন্ড রেস্টুরেন্ট ও হট পিপারের স্বত্বাধিকারি জসিম উদ্দিন। নেটিজেনরা সমালোচনা মুখর হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দিয়েছেন এবং উপযুক্ত শাস্তির দাবি করছেন। ব্যবসায়ী জসিম উদ্দিন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের অনুসারী এবং কলেজ রোড মসজিদের সদ্য বিলুপ্ত কমিটির সদস্য।
এ ব্যাপারে ইমাম ও খতিব মশাহিদ আহমদ জানান, তিনি রাষ্ট্রীয় নির্দেশনায় ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে আলোচনা করছিলেন, এ সময় মসজিদ কমিটির সাবেক সদস্য ও ব্যবসায়ী তাকে আক্রমনাত্নক ভাষায় এসব ওয়াজ না করতে নিষেধ করেন প্রতিবাদে একজন প্রবাসী ইমামকে ওয়াজ চালিয়ে যাওয়ার আহ্বান জানালে বাক বিতন্ডার সৃষ্টি হয়।
ব্যবসায়ী ও যুবলীগ নেতা জসিম উদ্দিন ভিডিও বার্তায় জানান, তিনি ইমামকে সরলমনে বাধা দিয়েছেন এতে ইমাম কষ্ট পেয়ে থাকলে তাকে যেনো ক্ষমা করে দেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবেনা না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। রাষ্ট্রীয় নির্দেশনার ব্যাপারে তার জানা ছিলো না উল্লেখ করে তিনি আরোও বলেন, মসজিদের উন্নয়নের ব্যাপারে বিগত কয়েক বছর থেকে তিনি মসজিদের সাথে সংশ্লিষ্ট রয়েছেন।
প্রবাসী কাজী হুমায়ুন জানান, খতিবের ওয়াজে এভাবে বাধা দেয়ার কারণে তিনি শুধু প্রতিবাদ করেছেন। তার দাবি আগের ফ্যাসিস্ট সরকারের সময় এভাবে খতিবদের বাধা দেয়া হতো, এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) সফেদ আলী বলেন, এই ঘটনায় থানায় মৌখিকভাবে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।