কুশিয়ারায় গোসল করতে নেমে কিশোর হাফেজ নিখোঁজ, ১ দিন পর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ৭:৫৯:০০ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মরদেহ উদ্ধার হয়েছে কিশোর হাফেজের। শনিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর এলাকায় কুশিয়ারা নদীতে ফায়ার সার্ভিস ও ডুবুরিদের অভিযানে তার মরহেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ সালমান আহমদ (১৩) আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার আব্দুল ফাত্তাহ’র পুত্র। সে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার দাওরা শাখা থেকে কোরআন হিফজ সম্পন্ন করে বুধবার বাড়িতে এসেছিল।
এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) জুমআর নামাযের পূর্বে কুশিয়ারায় গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এলাকাবাসীর সাথে বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মী এবং সিলেট থেকে আসা ডুবুরীরা নদীতে তল্লাশি চালিয়ে তার সন্ধান পাননি। শনিবার পুনরায় অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, শুক্রবার জুমার নামাজের যাওয়ার পূর্বে চাচাতো ভাইদের সাথে হাফেজ সালমান আহমদ নদীতে গোসল করতে আসে। হঠাৎ করে পানির অতিরিক্ত স্রোতে সালমান পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ও গ্রামের মানুষ তাকে খুঁজতে থাকেন। পরে দুপুর ২টার দিকে বিয়ানীবাজার ফায়ার এ- সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ও সিলেট থেকে ডুবুরিরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালান। এলাকাবাসীর অভিযোগ, ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় নদীর স্রোত বেড়ে যায় এবং বালুর চরে হঠাৎ ধ্বস দেখা দেয়ায় এ ঘটনা ঘটেছে।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) সফেদ আলী প্রতিবেদককে জানান, মাদ্রাসা শিক্ষার্থী লাশ উদ্ধারের খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।