আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভর্তি মেলা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ৮:৩৪:৪৭ অপরাহ্ন
সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত।
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু নাসের জাফর উল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারী, বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ও প্রক্টর, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক মিস. নুসরাত রিকজা, এপ্লাইড হেলথ্ এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের কোর্স কোঅর্ডিনেটর মিস. জয়া সরকার, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মিস. নুজহাত সাদিয়া হাফিজ, আইকিউএসি’র পরিচালক ও এম.এড প্রোগ্রামের প্রধান ও সহযোগী অধ্যাপক (ইংলিশ) ড. মোঃ জাকারিয়া হাবিব, ইউনিভার্সিটির ইন্সস্টিটিউট, বাংলাদেশ ইন্সস্টিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্টের পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক, আরটিএমআই-এইচআরডিসি’র পরিচালক ডা. এস.এম. ফরিদুল ইসলাম লতিফী, ইউনভার্সিটির সহকারী রেজিস্ট্রার মোঃ রিফাতুল হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বলেন, আধুনিক, সমকালীন ও কর্মবান্ধব পাঠ্যক্রম এবং প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ^ ব্যাপৃত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পেশাজীবি তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই ব্যতিক্রমী আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলার শুরু হয়ে। তিনি ভর্তি মেলায় আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মিডিয়া কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে নতুন ধারার ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সিলেটের সামগ্রিক অবস্থা বিবেচনায় ভর্তি মেলা উপলক্ষে স্পট এডমিশনে ৫০% ওয়েভার সহ শর্তসাপেক্ষে শতভাগ স্কলারশিপেরও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের ভর্তি ফিতে শতভাগ ওয়েভার ও স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তথা বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসি’র নির্দেশনা শতভাগ প্রতিপালনক্রমে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে স্নাতক কোর্সে ইইই, সিএসই, বিবিএ, ইংলিশ, ফ্যাশন ডিজাইন, বিডিপিএইচ স্নাতোকোত্তর কোর্সে এমবিএ, ইএমবিএ, এমপিএইচ, এম.এড প্রোগ্রামেও শিক্ষাদান করা হচ্ছে। ইওওঝউ এর বিভিন্ন শর্ট কোর্স সহ স্প্রিং ২০২৫ সেশনের জন্য শিক্ষার্থী ভর্তি চলছে। ইউনিভার্সিটির ট্রেজারার মেলা পরিদর্শনে আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধী সমাজকে অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি